আজমেরী ওসমান এখন কলকাতায়
নারায়ণগঞ্জের বহুল আলোচিত সমালোচিত আজমেরী ওসমান এখন ভারতের কলকাতায় অবস্থান করছেন। গত এক সপ্তাহ ধরে তিনি কলকাতায় মারকুইজ স্ট্রিট, নিউ মার্কেট ও আশপাশ এলাকাতে ঘুরাঘুরি করছেন।
সম্প্রতি কলকাতা যাওয়া একাধিক ব্যক্তি জানান, আজমেরী ওসমান প্রায়শই মারকুইজ স্ট্রিট এলাকাতে আসেন। এ এলাকাটি মূলত বাংলাদেশীদের জন্য পছন্দের জায়গা। নিউ মার্কেটের কাছাকাছি হওয়াতে এখানে প্রচুর বাংলাদেশী বসবাস করেন। নারায়ণগঞ্জ ও ঢাকা হতে চলাচলকরা বাসগুলোর কাউন্টার এ এলাকাতেই অবস্থিত। দুপুরে ও সন্ধ্যায় দুই সময়ে বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া বাসগুলো গিয়ে পৌছায়। সেখানে বাসে নারায়ণগঞ্জের কাউকে পেলেই তার সঙ্গে কুশল বিনিময় করেন আজমেরী ওসমান। দিনে পৌছানো বাসের যাত্রীদের পরিচিতদের ফোন নাম্বার দিয়ে দিচ্ছেন তিনি। পরে সন্ধ্যায় বা রাতেও তাদের সঙ্গে আড্ডায় মেতে উঠছেন।
কলকাতায় থাকা একাধিক ব্যক্তি জানান, আজমেরী ওসমানের সঙ্গে রাজধানীর আলোচিত যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাটকে দেখা গেছে। দুইজন প্রায়শই নিউ মার্কেট এলাকাতে ঘুরাঘুরি করেন। আজমেরী ওসমানের সঙ্গে নারায়ণগঞ্জের পরিচিত কাউকে দেখা যায়নি। পরিবারের কাউকেও সঙ্গে দেখা যায়নি।
গত ৫ আগস্ট বিকেলে শহরের কলেজ রোড এলাকাতে আজমেরী ওসমানের বাড়িতে হামলা করে বিক্ষুব্ধ জনতা। তারা বাড়ির নিচে থাকা গাড়ি ও মটরসাইকেল ভাঙচুর করে। ভবনের ফ্লাটেও ব্যাপক ভাঙচুর করা হয়। এর আগেই স্বপরিবারে আজমেরী ওসমান ও তার পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিয়ে যায়।
শুরুতেই তারা দেশ ছাড়তে পারেনি। একটি বড় সময় ধরে আজমেরী ওসমান ও পরিবারের লোকজন বাংলাদেশেই অবস্থান করেন। পরে সুযোগ বুঝে ভারতে পাড়ি জমান। তবে পরিবারের কেউ কেউ দুবাইতে রয়েছেন জানা গেছে। দুবাইতে ইতোমধ্যে অবস্থান করছেন সাবেক এমপি শামীম ওসমান ও তার পরিবারের লোকজন। তারাও শুরুতে ভারতের দিল্লীতে ছিল। সেখানে নিজামউদ্দিন আওলিয়ার দরবারে সাবেক এমপি শামীম ওসমানকে দেখা গিয়েছিল।
বিশেষ প্রতিনিধি।। নারায়ণগঞ্জ।। 










