বিশেষ প্রতিনিধি: আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ৫ সদস্য আটক।
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা যানবাহন চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল। অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে চুরি হওয়া একটি চোরাই মাইক্রোবাস, দুইটি চোরাই সিএনজি ও তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। অভিযানে গ্রেফতারকৃতরা হচ্ছে ১। মোঃ আতাউর রহমান, ২। মোঃ সুজন মন্ডল, ৩। মোঃ রাজিব হোসেন, ৪। মো: ওয়াফি এবং ৫। বাবু ভূঁইয়া।
এই চক্রটি দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল, সিএনজি, মাইক্রোবাস, অটো রিক্সা, প্রাইভেটকার ইত্যাদি চুরি করে আসছিল। তাদের বিরুদ্ধে ঢাকা ও নারায়ণগঞ্জসহ জেলার বিভিন্ন থানায়
একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
এই ঘটনা সংক্রান্তে উল্লিখিত আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানার মামলা নম্বর ২৯ তারিখ ১৯/১২/২৪ খ্রিষ্টাব্দ ধারা ৪১৩ পেনাল কোড রুজু করা হয়। আসামিদেরকে ০৭ (সাত) দিনের পুলিশ রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রাজু ,বিশেষ প্রতিনিধি 









