সিদ্ধিরগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নীলাচল পরিবহনের একটি বাসের ধাক্কায় নন্দলাল দাস (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি ইলেকট্রিক মালামালের ব্যবসা করতেন বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ মৌচাক মতিন সড়ক এলাকায় রাস্তা পাশে হাঁটার সময় এই দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক বেলা ১২টায় মৃত ঘোষণা করেন।
শ্রী নন্দলাল দাস ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার লালপুর গ্রামের সুভাষ চন্দ্র দাসের ছেলে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, এক ছেলে এক মেয়ের বাবা নন্দলাল পাইকারি দামে ইলেকট্রিকের মালামাল কেনার জন্য নারায়ণগঞ্জে গিয়েছিলেন।
নিহতের চাচাতো ভাই হৃদয় দাস বলেন, ‘আমার ভাই ইলেকট্রিকের মালামালের ব্যবসা করতেন। আজ সকালে মালামাল কেনার জন্য সিদ্ধিরগঞ্জের মৌচাক যান নন্দলাল। রাস্তা পারে দাঁড়িয়েছিলেন তিনি ঐসময় নীলাচল নামের একটি গাড়ি ঢাকা মেট্রো ব- ১৫-২২৭০ সজোরে তাঁকে ধাক্কা দেয়। এতে আমার ভাই গুরুতর আহত হলে প্রথমে তাঁকে সাইনবোর্ডের প্রো একটিভ একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষণা করেন।’এলাকাবাসীর অভিযোগ , সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল মিয়ার বিয়াই ইয়াসিন মিয়া, ও তার ভাই আবুল, এজেন্ট রাসেল ও রহমত প্রতি মাসে মোটা অংকের চাঁদা নিয়ে আবাসিক এলাকায় নিলাচল বাস ডিপো দখল দিয়েছে , এখানে এজেন্ট রাসেলের নেতৃত্বে মাদক স্পট চলছে যা মানুষের বসবাস ও চলাচলের জন্য অসুবিধা এবং প্রানঘাতক এই বাস ডিপো এর আগে এক স্কুল ছাত্রীকে এক্সিডেন্ট করে এই নিলাচল বাস। কয়েক দিন পর পর ঘটে এক্সিডেন্ট বাড়ছে হতাহতের সংখ্যা।তারা ভয়ভীতি দেখিয়ে ধামাচাপা দিয়েছে এলাকাবাসী তাদের ভয়ে কিছু বলতে পারে না। এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে এই আবাসিক এলাকা থেকে নিলাচল বাস ডিপো সরানো হয়।
এই ঘটনায় বাস জব্দ ও চালক আটক হয়েছেন বলেও দাবি করেন হৃদয় দাস।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা–পুলিশকে জানানো হয়েছে।










