নিজস্ব প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সামান্য তর্কের জের ধরে রাস্তায় এক অসহায় গরীব ড্রাইভার কে মেরে রক্তাক্ত করেছে তার পর ড্রাইভার এর হাতে ইকবাল তার ভিজিটিং কার্ড ধরিয়ে দিয়ে বলল “কি বাল ফালাবি ফালা আমি এই এলাকার কিং– বল্লেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। বাস যাত্রীদের তথ্য মতে বি এনপি নেতা ইকবাল রাজধানীর গুলিস্তান থেকে মৌচাকে আসার জন্য আসিয়ান পরিবহনের বাসে উঠে চলার পথে ব্রেক করার ঘটনা কে কেন্দ্র করে বাসের চালকের সঙ্গে তর্কে জড়িয়ে পরেন এই নেতা।পরে সাইনবোর্ড পার হয়ে সানাড়পাড় পৌঁছলে ইকবাল তার অন্তত ৩০ জন সন্ত্রাসী এনে চালককে মারধর করে ও গাড়ি ভাঙচুর করে। মারধর শেষে বিএনপি নেতা ইকবাল হোসেন চালককে ভিজিটিং কার্ড ধরিয়ে দিয়ে বলল “কি বাল ফালাবি ফালা আমি এই এলাকার কিং ।এ ব্যাপারে এলাকাবাসী জানায় বিএনপি ক্ষমতায় না আসতেই ইকবাল হোসেন এর এই আচরণ ক্ষমতায় আসলে তো সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় কেউ তার দ্বারা নিরাপদ থাকবে না।সে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুঁজি করে হত্যা মামলায় এলাকায় নিরিহ মানুষকে মিথ্যা মামলা ফাঁসিয়ে মামলার ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে ।তার বোন জামাই মোক্তার সহ ২ নং ওয়ার্ড এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে , চাঁদাবাজি, জমি দখল ও মারামারি সকল অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
শিরোনামঃ
কি বাল ফালাবি ফালা আমি এই এলাকার কিং–ইকবাল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক।
-
মুন্না - আপডেট সময় : ০৫:৪১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
- ২৭৭ জন দেখেছে
ট্যাগ :
জনপ্রিয়










