নিজস্ব প্রতিবেদক:”ঢাকা রেঞ্জ ডিআইজির উপস্থিতিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত।”
—————————————————— ২৮ নভেম্বর ২০২৪ খ্রিঃ (বৃহস্পতিবার) অপরাহ্নে পুলিশ লাইন্স এর ড্রিলসেডে নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এই বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ কে এম আওলাদ হোসেন, ডিআইজি, ঢাকা রেঞ্জ মহোদয়। উক্ত কল্যাণ সভায় নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)তারিকুল ইসলাম সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ বর্তমান পরিস্থিতিতে পুলিশের নিয়মিত ডিউটি সুশৃঙ্খলভাবে সম্পাদন করতে মাঠ পর্যায়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। ডিআইজি জনাব এ কে এম আওলাদ হোসেন তাঁর বক্তব্যে বলেন, পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা আমাদের আচরণ এবং কাজের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে।” তিনি কর্তব্য-কর্মে সততা, নিষ্ঠা, উদারতা, আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য সকল পুলিশ সদস্যদের আহ্বান জানান।
বিশেষ কল্যাণ সভা শেষে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ করেন জনাব এ কে এম আওলাদ হোসেন, ডিআইজি, ঢাকা রেঞ্জ।










