নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (৩০ ডিসেম্বর) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এরমধ্যে কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এর আগে ২০২৩ সালে জুলাই মাসে নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মোহাম্মদ মাহমুদুল হককে। তিন যোগদানের পর নারায়ণগঞ্জ জেলা দায়িত্ব পালন করে আসছিলেন।
বিশেষ প্রতিনিধি ।। নারায়ণগঞ্জ।। 









