সিদ্ধিরগঞ্জ ক্রাইম নিউজ: সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ ইয়াছিন মিয়া এর নামে প্রতারণা মামলা হয়েছে মসজিদের জায়গা প্রতারণার করে দলিল জালিয়াতি করেছেন। অথচ তাকে সর্বদা মাথায় টুপি ও পাঞ্জাবি পরা অবস্থায় দেখা যায় । দেখতে পড়হেজগার মনে হলেও কেউ ভাবতে পারবে তিনি মসজিদের জায়গা জাল দলিল এর মাধ্যমে জালিয়াতি করে মামলা খেয়েছেন । সিদ্ধিরগঞ্জ মিতালী মার্কেট এর মসজিদের ওয়াকফা কৃত জায়গা নিয়ে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ ইয়াছিন মিয়া সহ১৫ জনের বিরুদ্ধে বন্দর থানায় মামলা হয়েছে যার মামলা নং ১০(৮)২০২২ কোর্ট পিটিশন মামলা নং ২৯/২২কোর্টের স্বারক নং৫১৯৩(৪)।এই মামলার ৪ নং আসামি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ ইয়াছিন মিয়া।৪২০/৪১৯/৪৬৭/৪৬৮/৪৬৯/১০৯/৩৪ ধারা পেনাল কোড ১৮৬০পরষ্পর যোগসাজশে প্রতারনের উদ্দেশ্য অন্যের রুপ ধারণ করে জাল দলিল সম্পাদন করা।এই মামলায় তার বিরুদ্ধে অভিযোগ পত্র দেয়া হয়েছে অভিযোগ পত্র নং৪৪৯ তাং২৯/১১/২০২২আদালতে তার বিরুদ্ধে বিচার চলছে ।
শিরোনামঃ
মসজিদের জায়গা নিয়ে ইয়াসিন এর প্রতারণা।
ট্যাগ :
জনপ্রিয়










