জেলা বিএনপির কমিটি বিলুপ্ত
নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেছেন।
বিবৃতিতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই কমিটি বিলুপ্ত করা হয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।
গত বছর ১৮ জুন অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন সভাপতি এবং গোলাম ফারুক খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কিন্তু ৫ আগস্ট পটপরিবর্তনের পর এই কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ উঠে আসে, মিথ্যা মামলার মাষ্টার মাইন্ড, মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজির, দলীয় কোন্দল, আরও অনেক।যার ভিত্তিতে কেন্দ্রীয় বিএনপি একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির সুপারিশের পর জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 










