বগুড়ায় আহসান হাবীব সায়েম নামের বৈষম্য বিরোধী আন্দোলনের সহ-সমন্বয়কদের বাড়ীর দেওয়ালে মৃত্যুর জন্য প্রস্তুত নাও লিখা দেখা গেছে।নিজ বাড়ির দেয়ালে হত্যার হুমকি এই লেখা দেখে সে এবং তার পরিবারের সদস্যরা ভয়ে আতংকিত আছেন।সমন্বয়ক আহসান হাবীব সাহেবের বাড়ি বগুড়ার সদর উপজেলার নওদাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার আব্দুল গফুরের ছেলে। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সহ-সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন। এই ঘটনায় সায়েম ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন।
বগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাকিব হাসান জানান, বিষয়টি আমি জেনেছি। ঘটনাটি দুঃখজনক এবং আতঙ্কের।
বিশেষ প্রতিনিধি | 









