নারায়ণগঞ্জ এর সিদ্ধিরগঞ্জ দশ পাইপ ডাম্পিং এলাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজুর নেতৃতে চলছে মাদক , ছিনতাই,চাঁদাবাজি ও জুয়া যা এখানে নিরিবিলি পরিবেশে এলাকার অনেক পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষদের ছিনতাই ও হয়রানির শিকার হতে হয়।আর প্রতি দোকান থেকে নেয়া হয় চাদা ও জুয়া খেলা বসিয়ে এলাকার মানুষ সর্বস্ব লুট করা হয়। এখানে ওপেন মাদক কেনা বেচা হয়। রাজুর নেতৃতে, ভয়ংকর কিশোর গ্যাং লিডার তানবির, দোলন,ও ফেরদৌস মাদক , ছিনতাই,চাঁদাবাজি ও জুয়া বসিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।এ ব্যাপারে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


শিরোনামঃ
স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজুর নেতৃত্বে জালকুড়ি ডাম্পিং এ চলছে মাদক, ছিনতাই ,চাঁদাবাজি ও জুয়া।
ট্যাগ :
জনপ্রিয়










