রুপগঞ্জে প্রাইভেট গাড়ির ধাক্কায় বুয়েট ছাত্র নিহত ।
রুপগঞ্জ ৩০০ ফিটে গতকাল মধ্যে রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর সিএসই বিভাগের ২য় বর্ষের অধ্যায়নরত শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২), মোঃ মেহেদী হাসান খান (২২), অমিত সাহা (২২)-দেরকে রূপগঞ্জ থানাধীন ৩০০ ফিট নীলা মার্কেটে পুলিশ চেকপোষ্টে অবস্থান কালে একটি বেপোরোয়া প্রাইভেট কার সজোরে আঘাত করে। ইহার ফলে ঘটনাস্থলেই বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ মারা যান। বাকী দুইজন শিক্ষার্থী মেহেদী হাসান খান ও অমিত সাহা গুরুতর আহত হন।
ঘটনার পরপরই পুলিশ গাড়িটি জব্দ করে। জব্দকৃত গাড়িতে তল্লাশী করে ১ ক্যান বিয়ার ও ১টি খালি মদের কাচের বোতল পাওয়া গিয়াছ। গাড়ী চালক (১) মোঃ মুবিন আল মামুন (২০) সহ তার সাথে থাকা দুজনের ডোপ টেস্ট করা হয়েছে।
এ সংক্রান্তে রূপগঞ্জ থানায় ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে মামলা নং- ২৯(১২)২০২৪ রুজু হয়েছে। তদন্ত সাপেক্ষে মামলাটির পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশেষ প্রতিনিধি । কাঞ্চন। রূপগঞ্জ। 









