সিদ্ধিরগঞ্জ ক্রাইম নিউজ:শীতলক্ষ্যায় ভাসছিল কলেজ ছাত্রের লাশ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় রাকিব (১৭) নামের এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৯টায় শীতলক্ষ্যা নদী থেকে সদর নৌ-পুলিশ মরদেহটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ সদর নৌ- পুলিশের ইনচার্জ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিক্ষার্থী (নাসিক) ১০নং ওয়ার্ড গোদনাইল এলাকার ভাড়াটিয়া খোরশেদ আলমের ছেলে। সে কদমতলী এম ডাব্লিউ কলেজের ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্র ছিল।
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা সদর নৌ- পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সবুর মিয়া জানান, মরদেহটি দুপুরে ভেসে উঠেছিল। তবে আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি। এরপর তাৎক্ষণিক এসে উদ্ধার করছি।










