নিজস্ব প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জ থানার ২নং ওয়ার্ড মিজমিজি দক্ষিণ পাড়া আমজাদ মার্কেট এলাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুল হক রাজুর শ্বশুর দেলার কসাই তার নিজ বাড়িতে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত চলছে ভয়াবহ মাদক হিরোইন, ইয়াবা ও গাঁজা বিক্রি জমজমাট ব্যবসা তার এখানে ওপেন মাদক বিক্রি করে আশেপাশে কেউ এর প্রতিবাদ করতে সাহস পায় না কারণ সে স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুল হক রাজুর শ্বশুর । এলাকাবাসী জানায় রাজুর সেল্টার নিয়ে সে এলাকায় ওপেন মাদক বিক্রি করে, এলাকাবাসী রাজুর ভয়ে কিছু বলেনা ভয়ংকর এই মাদক এর নেশায় আসক্ত হয়ে পড়ছে উঠতি বয়সের স্কুল ও কলেজের ছাত্ররা অবিভাবকরা দিশেহারা ছেলেরা ঠিক মত পড়ালেখা করছেনা ,সামনেই মিজমিজি পশ্চিম পাড়া হাই স্কুল ও সরকারি প্রাথমিক বিদ্যালয় ।তার এখানে মাদক নিতে দুর দুরান্ত থেকে অনেক লোক জন আশে । এলাকাবাসী জানায় এই মাদক ব্যবসায়ী জন্য এই এলাকায় মাদক সেবন কারীরা ছিনতাইয়ের ও চুরি ঘটনা ঘটাচ্ছেন। তাই এলাকাবাসী অভিযোগ প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে মাদক ব্যবসায়ী গ্রেফতার করে এলাকায় মাদক মুক্ত করা হয়।
শিরোনামঃ
স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজুর শ্বশুর দেলার কশাইর মাদক ব্যাবসা জমজমাট।
ট্যাগ :
জনপ্রিয়










