নাসিক ২নং ওয়ার্ডে টিসিবির ডিলার মামুন এর বিরুদ্ধে টিসিবির পণ্য বাজারে বিক্রির অভিযোগ।
নাসিক ২নং ওয়ার্ডে টিসিবির ডিলার মামুন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন এর ভাগিনা।সে বিগত দিনে ইয়াছিন এর যোগসাজশে টিসিবির পণ্য কার্ডধারীর মধ্যে অল্প কয়েক জন এর মধ্যে কিছু মাল দিয়ে বাকি পন্য বাজারে বিক্রির অভিযোগ রয়েছে। বর্তমানে বহিষ্কৃত নেতা ইকবাল এর সাথে যোগসাজশে টিসিবির পণ্য কিছু কার্ডধারীর মধ্যে বিতরণ করে বাকি পন্য ইকবাল এর সাথে ভাগাভাগি করে নিয়ে নেয় এবং বাজারে বিক্রির অভিযোগ রয়েছে। কার্ডধারীরা পন্য না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন মামুন টিসিবির পণ্য আমাদের কে না দিয়ে বাজার এ বিক্রি করে আর আমাদেরকে বলে মাল শেষ হয়ে গেছে। পরে আসবেন কিন্তু অধিকাংশ গরিব মানুষ সরকারের এই কম দামে পন্য কেনা থেকে বঞ্চিত হচ্ছে অসাধু ডিলার মামুন এর কারণে। তাই এলাকাবাসী সিটি কর্পোরেশন ও ডিসি অফিস এর মাধ্যমে মামুনের বিরুদ্ধে সুষ্ঠ তদন্তের দাবি জানিয়েছেন। এবং মামুনকে বাদ দিয়ে তার শাস্তি দাবি করেন । 
বিশেষ প্রতিনিধি।। সিদ্ধিরগঞ্জ।। নারায়ণগঞ্জ। 









