সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১০০ পুরিয়া হেরোইনসহ ০১ জন এবং ৬১পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন মাদক কারবারি গ্রেফতার।
……………………………………………………………………………..
০৫ অক্টোবর ২০২৫ খ্রিঃ সন্ধ্যা ১৮.০০ ঘটিকা হতে রাত ২২.০০ ঘটিকা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য একাধিক আভিযানিক টিম অভিযান পরিচালনা করে। উক্ত টিমগুলোর অভিযানে সিদ্ধিরগঞ্জ থানাধীন বিহারী ক্যাম্প বালুর মাঠ তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর থেকে ১। মো: নাসির @ কাল্লু (৩৫), পিতাঃ আব্দুল করিম, মাতাঃ হাসিনা বেগম, সাং- সুমিলপাড়া (বিহারী ক্যাম্প), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জকে ১০০ (একশত) পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করে। এছাড়া সিদ্ধিরগঞ্জ থানাধীন আরামবাগ ক্লাবের মোড়ে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। মাসুদুর রহমান তপন (৩২), পিতা- সুলতান ব্যাপারী, সাং- আরামবাগ, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জকে ৩১ (একত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ এবং কদমতলী কলেজপাড়া জনৈক মাহফুজ আলম (৪২) এর বসত বাড়ীর গলির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। মোঃ ওলিল চৌকিদার (২৬), পিতা- মৃত কালু চৌকিদার, মাতা- সূর্য্য বানু, স্থায়ী সাং- চর দূর্গাপুর, থানা- হিজলা, জেলা- বরিশাল, বর্তমান সাং- কদমতলী কলেজ পাড়া (সেলিম খানের বাড়ির ভাড়াটিয়া), থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জকে ১৫(পনেরো) পিস ইয়াবা ট্যাবলেট; ২। মোঃ ইমরান হোসেন (২৯), পিতা- মোঃ আমির হোসেন, মাতা-আলিয়া বেগম, স্থায়ী সাং- জামালদী, থানা-গজারিয়া, জেলা- মুন্সিগঞ্জ, বর্তমান সাং- কদমতলী কলেজপাড়া (রনি প্রধানের বাড়ির ভাড়াটিয়া), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জকে ১৫(পনেরো) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত ০৪ (চার) জন মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে অদ্য বিজ্ঞ আদালেতে প্রেরণ করা হয়েছে।