আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি। এ লক্ষ্যে বুধবার (১৭ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা ও পৌর বিএনপির নেতাদের কাছে লিখিত চিঠি পাঠিয়েছে তারা।
চিঠিতে স্বাক্ষর করেছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন। এটি পৌঁছে দেওয়া হয় সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এবং সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাজাহান ও সাধারণ সম্পাদক মোতালেব মেম্বারের হাতে।
চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণের ফলে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানা মিলিয়ে গঠিত হয়েছে নারায়ণগঞ্জ-৩ আসন। তাই সম্মিলিতভাবে কাজ করাই এখন সময়ের দাবি। বিএনপির দলীয় প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে দুই থানার সব পর্যায়ের নেতাকর্মীদের এক হয়ে কাজ করতে হবে।
কিন্তু সোনারগাঁও থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান নিজেকে প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন চাইবেন। সোনারগাঁওয়ে ভোটের সংখ্যা সিদ্ধিরগঞ্জের ডাবল তাই সোনারগাঁও প্রার্থী দলীয় মনোনয়ন হিসেবে বেশী প্রাধান্য পাবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের মনোনয়নকে ঘিরে দীর্ঘদিন ধরে যে বিভাজন ও দ্বন্দ্ব চলে আসছিল, তা কাটিয়ে উঠতে না পারলে আসন্ন নির্বাচনে বিএনপিকে বড় মাশুল গুনতে হতে পারে। তবে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির এই উদ্যোগকে তারা সময়োপযোগী এবং ইতিবাচক বলে মনে করছেন।
এদিকে স্থানীয় নেতাকর্মীরা আশাবাদী, সিদ্ধিরগঞ্জ বিএনপির এই আহ্বানে সাড়া দিয়ে সোনারগাঁ থানা ও পৌর বিএনপির নেতৃবৃন্দও সকল মতপার্থক্য ভুলে গিয়ে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
রাজনীতিসংশ্লিষ্টরা মনে করছেন, জাতীয় পর্যায়ের নির্দেশনা অনুযায়ী স্থানীয় বিএনপি যদি সত্যিকার অর্থে ঐক্যবদ্ধ থাকে, তাহলে নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের সম্ভাবনা উজ্জ্বল।