ঢাকা ১২:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
যুবদল নেতা ৭ বছরের সাজাপ্রাপ্ত।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্মআহ্বায়ক ডাকাতির ঘটনায় ৭ বছরের সাজাপ্রাপ্ত।

ডাকাতি মামলায় যুবদল নেতা মোফাজ্জলসহ ১০ জনের কারাদণ্ড।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার একটি ডাকাতির মামলায় এক যুবদল নেতাসহ ১০ জনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১০ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মমিনুুল হক এ রায় ঘোষণা করেন বলে জানান এ আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন।

দণ্ডপ্রাপ্তরা হলেন: নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার (৪৫), নুরুদ্দিন ওরফে বছির ওরফে বিশু (৫৪), সুমন মিয়া (৪১), মনির হোসেন ওরফে তল্লা মনির (৬৩), আবুল কালাম (৫৪), আসলাম (৫৪), মামুন (৪৯), বিল্লাল (৪৯), কানা ইসলাম (৪৯), মাসুম ওরফে নোয়াখাইল্লা মাসুম (৪৪)।

রায় ঘোষণার সময় যুবদল নেতা আনোয়ার, নুরুদ্দিন, সুমন, আসলাম ও মামুন আদালতে উপস্থিত ছিলেন বলে জানান এপিপি ওমর ফারুক।

 

মামলার নথিসূত্রে জানা যায়, ২০০৬ সালের ৩০ জুলাই দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এনায়েতনগর এলাকার একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় পরদিন বাড়ির মালিক অ্যাডভোকেট মো. মফিজুল ইসলাম অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেন।

 

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুক বলেন, তদন্ত শেষে পুলিশ ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। তাদের মধ্যে রায়ে দশজনকে সাত বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সিদ্ধিরগঞ্জে ভয়ংকর চাঁদাবাজ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল

যুবদল নেতা ৭ বছরের সাজাপ্রাপ্ত।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্মআহ্বায়ক ডাকাতির ঘটনায় ৭ বছরের সাজাপ্রাপ্ত।

আপডেট সময় : ১০:৪৪:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

ডাকাতি মামলায় যুবদল নেতা মোফাজ্জলসহ ১০ জনের কারাদণ্ড।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার একটি ডাকাতির মামলায় এক যুবদল নেতাসহ ১০ জনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১০ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মমিনুুল হক এ রায় ঘোষণা করেন বলে জানান এ আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন।

দণ্ডপ্রাপ্তরা হলেন: নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার (৪৫), নুরুদ্দিন ওরফে বছির ওরফে বিশু (৫৪), সুমন মিয়া (৪১), মনির হোসেন ওরফে তল্লা মনির (৬৩), আবুল কালাম (৫৪), আসলাম (৫৪), মামুন (৪৯), বিল্লাল (৪৯), কানা ইসলাম (৪৯), মাসুম ওরফে নোয়াখাইল্লা মাসুম (৪৪)।

রায় ঘোষণার সময় যুবদল নেতা আনোয়ার, নুরুদ্দিন, সুমন, আসলাম ও মামুন আদালতে উপস্থিত ছিলেন বলে জানান এপিপি ওমর ফারুক।

 

মামলার নথিসূত্রে জানা যায়, ২০০৬ সালের ৩০ জুলাই দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এনায়েতনগর এলাকার একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় পরদিন বাড়ির মালিক অ্যাডভোকেট মো. মফিজুল ইসলাম অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেন।

 

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুক বলেন, তদন্ত শেষে পুলিশ ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। তাদের মধ্যে রায়ে দশজনকে সাত বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।