কাসফিয়া নামের একটি ৬/৭ বছরের মেয়ে সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পাওয়া গেছে।
মেয়েটি তার বাবা র নাম এবং ঠিকানা পরিপূর্ণ ভাবে বলতে পারেনা শুধু জাল কুরি বলেছে । তার মায়ের নাম শারমিন।মেয়েটি সোনারগাঁ থানায় আছেন। জাল কুড়ি এলাকায় কাসফিয়ার ঠিকানা যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।
বিশেষ প্রতিনিধি।। সিদ্ধিরগঞ্জ।। নারায়ণগঞ্জ। 













