ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ট্রেনের ধাক্কায় নিহত

ফরিদপুরে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে না.গঞ্জের ৫ জন নিহত।

ফরিদপুরে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে না.গঞ্জের ৫ জন নিহত

ফরিদপুরের গেরদায় ঢাকাগামী ট্রেনের সঙ্গে নারায়ণগঞ্জ থেকে যাওয়া একটি মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার মুন্সীবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

নিহতরা হলেন- নারায়ণগঞ্জের ভূঁইয়াপাড়া এলাকার কালু ভূঁইয়ার নাতি সাঈদের স্ত্রী, সাঈদের চাচাতো বোন বন্দরের দড়ি সোনাকান্দা এলাকার আলমগীরের স্ত্রী, ভগ্নিপতি ও স্বজন আরো ২ জন। তথ্যটি নিশ্চিত করেছেন ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো.নজরুল ইসলাম।

 

জানা গেছে, গেরদা থেকে একটি সড়ক রেলপথ অতিক্রম করে মুন্সিবাজার এলাকায় মিলেছে। এখানে অনুমোদিত রেলক্রসিং না হওয়ায় রেলবিভাগের কোনো তত্ত্বাবধান নেই। দুপুরে মধুমতী এক্সপ্রেস নামের ট্রেনটি খুলনা থেকে ফরিদপুর হয়ে ঢাকা যাচ্ছিল। মাইক্রোবাসটি (হাইস) গেরদা থেকে মুন্সিবাজারের দিক আসছিল। এ সময় সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি পাশের খাদে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। আহতদের হাসপাতালে পাঠানোর পর আরও দুজন মারা যান।

 

ফরিদপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সালমান হোসেন বলেন, দুপুর ১২টা ২৮ মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করেছি। ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি নিচের খাদে পড়ে যায়। সেটি উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয়রা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

সিদ্ধিরগঞ্জে ভয়ংকর চাঁদাবাজ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল

ট্রেনের ধাক্কায় নিহত

ফরিদপুরে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে না.গঞ্জের ৫ জন নিহত।

আপডেট সময় : ০৯:২৩:২১ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

ফরিদপুরে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে না.গঞ্জের ৫ জন নিহত

ফরিদপুরের গেরদায় ঢাকাগামী ট্রেনের সঙ্গে নারায়ণগঞ্জ থেকে যাওয়া একটি মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার মুন্সীবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

নিহতরা হলেন- নারায়ণগঞ্জের ভূঁইয়াপাড়া এলাকার কালু ভূঁইয়ার নাতি সাঈদের স্ত্রী, সাঈদের চাচাতো বোন বন্দরের দড়ি সোনাকান্দা এলাকার আলমগীরের স্ত্রী, ভগ্নিপতি ও স্বজন আরো ২ জন। তথ্যটি নিশ্চিত করেছেন ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো.নজরুল ইসলাম।

 

জানা গেছে, গেরদা থেকে একটি সড়ক রেলপথ অতিক্রম করে মুন্সিবাজার এলাকায় মিলেছে। এখানে অনুমোদিত রেলক্রসিং না হওয়ায় রেলবিভাগের কোনো তত্ত্বাবধান নেই। দুপুরে মধুমতী এক্সপ্রেস নামের ট্রেনটি খুলনা থেকে ফরিদপুর হয়ে ঢাকা যাচ্ছিল। মাইক্রোবাসটি (হাইস) গেরদা থেকে মুন্সিবাজারের দিক আসছিল। এ সময় সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি পাশের খাদে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। আহতদের হাসপাতালে পাঠানোর পর আরও দুজন মারা যান।

 

ফরিদপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সালমান হোসেন বলেন, দুপুর ১২টা ২৮ মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করেছি। ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি নিচের খাদে পড়ে যায়। সেটি উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয়রা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।